পুলিশবন্ধু সুশাসন চক্র হচ্ছে এমন একটি কার্যক্রমের নাম যে কার্যক্রমের অধীনে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নাগরিকদের জন্য সুশাসন নিশ্চিত করতে প্রশাসনিক দপ্তরগুলোতে স্বেচ্ছাশ্রমে পরামর্শ সহযোগিতা দেয়া হয়।
এই কার্যক্রমের ব্যয় সংস্থানের জন্য দেশের প্রতিটি পুলিশ থানা এলাকায় একটি করে ‘পুলিশবন্ধু নাগরিক একাডেমি’ প্রতিষ্ঠা করে তা পরিচালনা করা হবে এবং এই একাডেমি থেকে অর্জিত লভ্যাংশের একটি অংশ দিয়ে ‘পুলিশবন্ধু সুশাসন চক্র‘ কার্যক্রম পরিচালনা করা হবে।
পুলিশবন্ধু সুশাসন চক্র কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে অথবা পুলিশবন্ধু সুশাসন চক্র আর্থিক সহযোগিতা করতে যোগাযোগ করুন:-
পুলিশবন্ধু সুশাসন চক্র
রসূল ভিউ (৩য় তলা),
৬৫, ময়মনসিংহ লেন, বাংলামটর,
শাহবাগ, ঢাকা-১০০০,বাংলাদেশ।
মুঠোফোন: +৮৮ ০১৭১২ ৩৯২৫৭০(WhatsApp/imo)
ই-মেইল: policebondhu@gmail.com
ফেসবুক পেইজ লিংক: www.facebook.com/policebondhu
ফেসবুক গ্রুপ লিংক: www.facebook.com/groups/policebondhu
পুলিশবন্ধু ‘পুলিশবন্ধু সুশাসন চক্র’ কার্যক্রম বিষয়ক লেনদেনের মাধ্যম:
ব্যক্তিগত ব্যাংক হিসাব:
একাউন্টের নাম (সঞ্চয়ী):- Md. Jasemuddin
একাউন্ট নম্বর:- 2050 3960200 4481 04
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
দনিয়া শাখা, ঢাকা দক্ষিণ, ঢাকা।
বিকাশ/নগদ/উপায় নম্বর:
01712 392570 (পার্সোনাল)
বিঃদ্রঃ উল্লেখিত লেনদেনের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে পুলিশবন্ধু সুশাসন চক্র বিষয়ক লেনদেন পরিচালিত হয়না। সুতরাং, অন্যকোন মাধ্যমে পুলিশবন্ধু সুশাসন চক্র বিষয়ক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। এরপরও যদি কেউ অন্যকোন মাধ্যমে পুলিশবন্ধু সুশাসন চক্র বিষয়ক লেনদেন করেন তবে পুলিশবন্ধু সুশাসন চক্র পরিবারের কাছে সেটা গ্রহনযোগ্য হবেনা।