পুলিশবন্ধু ‘ক্যাফে লাইট বাইট’ হচ্ছে ‘রুমান রেস্তোরাঁ’ এবং ‘উদ্যোক্তা ইনস্টিটিউট’ এর গবেষোণা ও ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত এবং পরিচালিত একটি কর্মসংস্থান সৃষ্টিকারি গুরুত্বপূর্ন উদ্যোগ। এই উদ্যোগের বিশেষত্ব হচ্ছে বাংলাদেশ পুলিশের সেবা নেটওয়ার্ককে কেন্দ্র করে প্রতিটি পুলিশ থানার অধীনে একটি করে পুলিশবন্ধু ‘ক্যাফে লাইট বাইট’ প্রতিষ্ঠা ও পরিচালনা করে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে সাধারণ জনগণের জন্যেও স্বাস্থ্যকর সুস্বাদু খাবারের সরবরাহ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখা।
এই প্রকল্পের আরেকটি বিশেষ বিশেষত্ব হচ্ছে যে, পুলিশবন্ধু ক্যাফে লাইট বাইটের সফল বাস্তবায়ন ও সঠিক পরিচালনার মাধ্যমে সারাদেশে কমপক্ষে ৬,০০০জন শিক্ষিত কর্মপ্রত্যাশী মানুষের সম্মানজনক কর্মসংস্থান ও নিয়মিত উপার্জনের ব্যবস্থা নিশ্চিত করণে বাস্তবিক অবদান রাখা।
পুলিশবন্ধু ‘ক্যাফে লাইট বাইট’ এর প্রধান কার্যক্রম:
১। পুলিশবন্ধু “ক্যাফে লাইট বাইট” আউটলেট প্রতিষ্ঠা করা ও আউটলেট কেন্দ্রিক দৈনন্দিন নিয়মিত সেবা কার্যক্রম পরিচালনা করা।
২। পুলিশবন্ধু “ক্যাফে লাইট বাইট” আউটলেট কেন্দ্র করে আউটলেট এলাকায় নিজস্ব খাবারের হোম সার্ভিস সেবা পরিচালনা করা।
৩। পুলিশবন্ধু “ক্যাফে লাইট বাইট” আউটলেট এলাকায় নিজেদের প্রতিষ্ঠানের ও অন্যান্য প্রতিষ্ঠানের(চুক্তি সাপেক্ষে) মানসম্মত খাবার ও খাদ্যসামগ্রীর বাজারজাতকরণ ও সরবরাহ নিশ্চিত করা।
*** পুলিশবন্ধু “ক্যাফে লাইট বাইট” একটি ফ্রাঞ্চাইজ ভিত্তিক কার্যক্রম।
(প্রতিটি থানা এলাকায় একজন করে আর্থিক, সামাজিক ও ব্যবিসায়িকভাবে স্বনামধন্য ফ্রাঞ্জাইজ পার্টনার খুজে বের করে তাঁর ‘বিনিয়োগ’ এবং ‘রুমান রেস্তোরাঁ’র ব্যবস্থাপনা কমিটির ব্যবস্থাপনায় পরিচালিত হবে এই বিশেষ ফুড নেটওয়ার্ক ‘ক্যাফে লাইট বাইট’, যা ভোজন রসিক মানুষদের কাছে দারুনভাবে গ্রহনযোগ্য ও জনপ্রিয় হয়ে উঠছে ক্রমবর্ধমান হারে।)
পুলিশবন্ধু ‘ক্যাফে লাইট বাইট’ ফ্রাঞ্চাইজ পার্টনার হতে চাইলে যোগাযোগ করুন:
ক্যাফে লাইট বাইট
রসূল ভিউ (৩য় তলা),
৬৫, ময়মনসিংহ লেন, বাংলামটর,
শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
মুঠোফোন:- +৮৮ ০১৭১২ ৩৯২৫৭০
ই-মেইল: cafelightbite@gmail.com
পুলিশবন্ধু “ক্যাফে লাইট বাইট” বিষয়ক লেনদেনের মাধ্যম:
ব্যক্তিগত ব্যাংক হিসাব:
একাউন্টের নাম (সঞ্চয়ী):- Md. Jasemuddin
একাউন্ট নম্বর:- 2050 3960200 4481 04
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
দনিয়া শাখা, ঢাকা দক্ষিণ, ঢাকা।
বিকাশ/নগদ/উপায় নম্বর:
01712 392570 (পার্সোনাল)
বিঃ দ্রঃ উল্লেখিত লেনদেনের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে পুলিশবন্ধু “ক্যাফে লাইট বাইট” বিষয়ক লেনদেন পরিচালিত হয়না। সুতরাং, অন্যকোন মাধ্যমে পুলিশবন্ধু “ক্যাফে লাইট বাইট” বিষয়ক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। এরপরও যদি কেউ অন্যকোন মাধ্যমে পুলিশবন্ধু “ক্যাফে লাইট বাইট” বিষয়ক লেনদেন করেন তবে পুলিশবন্ধু “ক্যাফে লাইট বাইট” পরিবারের কাছে সেটা গ্রহনযোগ্য হবেনা।