পুলিশবন্ধু, ক্রীড়াঙ্গন-বিনোদন ও বিশেষ প্রতিবেদন:
সোমবার বিকেলেই ঘোষণাটা চলে আসে। সব জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন ইতালিয়ান কার্লো আনচেলত্তি। বর্তমানে তিনি রয়েছেন রিয়াল মাদ্রিদে। মৌসুম শেষ হলেই রিয়ালের সঙ্গে দ্বিতীয়বারের সম্পর্ক চুকিয়ে যাবেন তিনি।
তারিখটাও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে জানানো হয়েছিল। ২৬ মে নেইমার-ভিনিসিয়ুসদের দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।
এবার কার্লো আনচেলত্তি নিজেই জানিয়ে দিলেন, ২৫ মে পর্যন্ত থাকবেন রিয়াল মাদ্রিদে। এরপর ২৬ মে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেবেন তিনি।
ব্রাজিলের বিখ্যাত পত্রিকা গ্লোবা জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালেই মাদ্রিদে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কথা বলেন। সেখানে তিনিও নিশ্চিত করেন, ব্রাজিল ফুটবল দলের কোচ হওয়ার বিষয়ে। আনচেলত্তি বলেন, ‘আমাকে কথা বলতে হচ্ছে, কারণ ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) একটি বিবৃতি প্রকাশ করে দিয়েছে। এটাই অফিসিয়াল। ২৬ মে থেকে আমি ব্রাজিলের কোচ।’
আনচেলত্তি আরও বলেন, ‘আজ আমি রিয়াল মাদ্রিদের কোচ। ২৬ মে থেকে কোচ হবো ব্রাজিলের। আমি চেয়েছি এখানে (মাদ্রিদে) আমার যে দুর্দান্ত অভিযাত্রা রয়েছে, সেটাকে ভালোভাবে শেষ করতে। আমি চেয়েছি, এ যাত্রাকে সর্বোচ্চ ভালো পর্যায়ে থেকে শেষ করতে। বাকি সময়টা নিয়ে আমাকে ভাবতে হবে। ক্লাব, ভক্ত, খেলোয়াড়দের প্রতি আমার শ্রদ্ধা আছে। এই শেষ ম্যাচে কী করব, সেটা নিয়েও আমি বেশ মনোযোগী।’
রিয়াল মাদ্রিদ ফুটবলারদের অনুশীলন শুরুর আগে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনটি স্থায়ী হয়েছিল মাত্র ১৮ মিনিট। যার পুরোটাজুড়েই ছিল জাতীয় দলে (ব্রাজিল) তার দায়িত্ব নেওয়া সম্পর্কিত।
বুধবারই লা লিগায় মায়োরকার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এরপর ১৮ মে সেভিয়া এবং সর্বশেষ ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়েই বিদায় নেবেন আনচেলত্তি।