1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

দেশের ক্রিকেট থেকে বৈষম্য দূর করতে বিকেন্দ্রীকরণই মূল চাবিকাঠি : ফাহিম

  • প্রকাশকাল : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

ক্রীড়াঙ্গন-বিনোদন ও বিশেষ প্রতিবেদন:
বাংলাদেশ সরকারের বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রচেষ্টার পথে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের বিষয়টি আবারও সামনে উঠে এসেছে।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম মনে করেন, আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশন গড়ে তোলার মাধ্যমে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ সম্ভব এবং ক্রিকেট থেকে বৈষম্য ও দুর্নীতি দূরীকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এছাড়াও এর মাধ্যমে ঢাকা কেন্দ্রিক ক্রিকেটের হাত থেকে খেলোয়াড়/সংগঠকরা রক্ষা পাবে এবং প্রতিটি জেলায় আঞ্চলিক আয়োজকদের জন্য নিজ-নিজ জেলায় ক্রিকেট সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাবনা সৃষ্টি করবে।

ফাহিম বলেন, ‘আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশন এসব সমস্যার সমাধান করতে পারে এবং আমাদের তৃণমূল পর্যায় থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার সুযোগ করে দিতে পারে।’

অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচ্চ পর্যায়ে তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার লক্ষ্যে আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশন গড়ে তোলার গুরুত্ব নিয়ে অলোচনা বেশ কয়েকবারই হয়েছে। তবে কেউই এটিকে বাস্তবায়ন করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেনি।

তাই ক্রিকেট কার্যত ঢাকা ভিত্তিকই রয়ে গেছে। যে কারনে পাইপলাইনও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে।

দেশে এ পর্যন্ত যত ক্রিকেটার তৈরী হয়েছে তাদের বেশিরভাগই এসেছে বিসিবির বিভিন্ন প্রোগ্রাম ও জেলা বা স্থানীয় ক্রিকেট সংগঠকদের মাধ্যমে। তবে এ পর্যন্ত প্রতিটি জেলায় কোন যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়নি।

পরিচালক নির্বাচিত হবার আগে দীর্ঘদিন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটিতেও কাজ করেছেন ফাহিম।

ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের কথা তুলে ধরে ফাহিম বলেন, ‘সবকিছুই ঢাকাভিত্তিক, যা সামগ্রিক ক্রিকেটের জন্য ভালো নয়। তৃণমূল পর্যায়ে ক্রিকেটারদের খুঁজে বের করতে বিসিবি প্রতি বছর বিভিন্ন পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়। আমাদের অনেক ক্রিকেটার দরকার। এজন্য আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনকে আরও সক্রিয় হতে হবে এবং পাশাপাশি প্রতিটি জেলায় যদি নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা যায় তাহলে অনেক ক্রিকেটার পাওয়া যাবে।’

অতীতে ক্রিকেটকে নিজেদের অধীনে রাখার কারণে কেউই ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের যথাযথ উদ্যোগ নেয়নি। ফাহিম মনে করেন এটি বাস্তবায়ানের এখনই সঠিক সময়।

তিনি বলেন, ‘আমি সবসময় এবিষয়ে সোচ্চার ছিলাম, কিন্তু অতীতে কেউ তা করেনি। যেহেতু আমি এখন বোর্ডে আছি, এটি বাস্তবায়নের চেষ্টা করবো। আমরা ক্রিকেট থেকে সব ধরনের বৈষম্য মুছে ফেলতে চাই। সমান সুযোগ দেওয়ার জন্য আঞ্চলিক ক্রিকেট এাসোসিয়েশনই সেরা মাধ্যম।’

ফাহিম আরো বলেন, ‘এই মুহূর্তে আমাদের জনবলের অভাব আছে। তাই সবকিছু একসাথে করা সম্ভব নয়। এটি একটি প্রক্রিয়া। তবে আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এটি বাস্তবায়ন করার জন্য আমাদের একটি সঠিক রোডম্যাপ তৈরি করতে হবে এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com