পুলিশবন্ধু, অর্থ-বাণিজ্য ও ব্যবসা প্রতিষ্ঠান ডেক্স:
সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন এবং সহিংস পরিস্থিতির কারণে গত কয়েকদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো এবং বর্তমানে সীমিত পরিসরে চলছে। এমতাবস্থায় আমদানি-রপ্তানিকারকদের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে পোর্ট এবং শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের আহবান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
একইসাথে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন বন্দরের ক্লিয়ারিং কার্যক্রম স্বাভাবিক হওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত এসব চার্জ আরোপ না করার আহবান জানিয়েছে।
উল্লেখ্য, সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সহিংসতার কারণে গত কয়েকদিন ধরে বিভিন্ন বন্দরে আমদানি-রপ্তানি এবং ক্লিয়ারিং কার্যক্রম বন্ধ ছিলো। বর্তমানে সীমিত পরিসরে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্লিয়ারিংয়ের কাজ চলছে। ইন্টারনেট সেবা চালু হওয়ায় আজ রাত থেকে বন্দরের কার্যক্রম অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে জানা গেছে।