1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের জনগণ দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে: কিয়ার স্টারমার

  • প্রকাশকাল : শনিবার, ৬ জুলাই, ২০২৪

পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেই জনগণের উদ্দেশ্যে প্রথম ভাষণ দিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার।

শুক্রবার (৫ জুলাই) দেশটির সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে দেয়া এ ভাষণে তিনি বলেন, জনগণ দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। তাৎক্ষণিকভাবেই আমাদের দেশ পরিবর্তন ও জনসেবায় কাজ করতে হবে। খবর বিবিসির।

এর আগে বাকিংহাম প্যালেসে রাজার কাছে বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগপত্র জমা দেয়ার পর স্টারমার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়ে ডাউনিং স্ট্রিটে যান।

বক্তব্যের শুরুতেই পরবর্তী সরকার গঠনের জন্য ব্রিটেনের রাজার কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন বলে জানান স্টারমার।

পরে ঋষি সুনাকের প্রশংসা করে স্টারমার বলেন, ঋষি সুনাককে ধন্যবাদ। তিনি তার সময় কঠোর পরিশ্রম করেছেন। এই দেশের প্রথম ব্রিটিশ এশিয়ান প্রধানমন্ত্রী হিসেবে তার কৃতিত্বকে অবমূল্যায়ন করা উচিত নয়।

তিনি বলেন, বর্তমান অনিরাপদ বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আবার একসঙ্গে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের চারটি রাজ্য। লেবার সরকার ধৈর্যের সঙ্গে দেশ পুনর্গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

স্টারমার জানিয়েছেন, তাৎক্ষণিকভাবেই পরিবর্তনের কাজ শুরু হবে। ইটের পর ইট গাঁথার মতো করেই দেশ পুনর্গঠনে হাত দেয়ার কথা বলেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্কুল ও সহজলভ্য বাসস্থানের সুবিধা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পুনর্গঠন মিশনে কাজ করতে নতুন সরকারের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কাজগুলো জরুরি ও আমরা আজই শুরু করছি।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com