পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্ট্যাডি ডেক্স:
পটুয়াখালীর বাউফলে গৃহবধূকে (২৮) ধর্ষণের ঘটনায় সুজন হাওলাদার (২৪) নামের এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক অপরজন হলো অটোচালক রাজিব হাওলাদার (২২)।
রোববার (৩ মার্চ) দুপুরে বাউফল থানার এসআই মনিরুজ্জামান ও এসআই মাসুদের নেতৃত্বে পুলিশ পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া বাজার থেকে তাদের আটক করে।
জানা গেছে, কয়েকদিন আগে সুজন ও রাজিব ওই গৃহবধূকে ধর্ষণ করে। ওই সময় আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে তারা। এরপর সেই ছবি দেখিয়ে ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায় তারা। গৃহবধূ এতে রাজি না হওয়ায় ওই আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠানো হয়।
এ ঘটনায় ওই গৃহবধূ রোববার সকালে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ দুপুর ১টায় সুজন ও রাজিবকে আটক করে।
আটক সুজনের বাবার নাম জাহাঙ্গীর হোসেন। সুজন কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আর রাজিবের বাবার নাম ফজলু হাওলাদার। রাজিব অটোচালক বলে জানা গেছে।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীকে ধর্ষণ করা হয়েছে এবং ছবি তুলে তার স্বামীর কাছে পাঠানো হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।