পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্ট্যাডি ডেক্স:
রাজধানীর হাজারীবাগ এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. সোহেল। প্রতারণাই যার পেশা। বাড়ি বিক্রি, ফ্ল্যাট মর্গেজ দেওয়ার ফাঁদ পেতে শতশত মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে শুধুমাত্র হাজারীবাগ থানায় অন্তত কয়েক ডজন প্রতারণা মামলা রয়েছে।
এসব মামলা ও পাওনাদারদের হাত থেকে বাঁচতে গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন সোহেল। বুধবার রাতে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার সময়ে বাধ সাধে পুলিশ। গ্রেপ্তার করা হয় সোহেলকে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে প্রতারক সোহেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ।
তিনি বলেন, সোহেলের বিরুদ্ধে বহু মামলা। তার বিরুদ্ধে এখন পর্যন্ত শুধুমাত্র হাজারীবাগ থানায় ১৮টি মামলার ওয়ারেন্ট রয়েছে। সোহেল মূলত ফ্ল্যাট বিক্রি, বাড়ি বিক্রি, ফ্ল্যাট মর্গেজ দেওয়ার নামে প্রতারণা করতেন। তার প্রতারণার ভুক্তভোগী বহু। সবাই তো আর থানায় আসে না। তবে আমি জেনেছি তার বিরুদ্ধে হাজারীবাগসহ বিভিন্ন থানায় প্রতারণার মামলা রয়েছে।
বিমানবন্দর থেকে গ্রেপ্তারের বিষয়ে ওসি নুর মোহাম্মদ বলেন, তার বিরুদ্ধে এতো ওয়ারেন্ট থাকার পরেও তাকে নানাভাবে চেষ্টা করেও গ্রেপ্তার করা যাচ্ছিল না। গতকাল রাতে বিদেশে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় বিমানবন্দর থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।