1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

ডাকাতির ঘটনায় দিনাজপুরে গ্রেপ্তার ৬

  • প্রকাশকাল : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্ট্যাডি ডেক্স:
দিনাজপুরের হাকিমপুর ইউনাইটেড অটোরাইস মিলে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার করিমুল্লাহপুরের আব্দুর রহিম ওরফে পোড়া রহিম (৬৮), দিনাজপুর ৬ নম্বর উপশহর এলাকার দুলাল মিয়ার ছেলে শামীম ওরফে পবন (৩০), দিনাজপুর পৌরসভার কসবা এলাকার মৃত আব্দুস জব্বারের ছেলে আব্দুস সোহাগ (৩৪), হাকিমপুর উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত ঈমান আলী মিস্ত্রির ছেলে আলিম হোসেন (৪০), চিরিরবন্দর উপজেলার ভাবকি এলাকার ফরিদুল ইসলাম ওরফে মাসুয়া (৪৫) এবং সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের নিমনগর এলাকার মৃত কান্দু মাসুদের ছেলে বকুল হোসেন (৪০)।

পুলিশ সুপার জানান, গত ১৫ ফেব্রুয়ারি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর এলাকার প্রসাদ সাহার মালিকানাধীন ইউনাইটেড রাইস মিলে ডাকাতি হয়। ১৭ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাকিমপুর থানায় মামলা করা হয়। পরে হাকিমপুর থানা, কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি কুড়াল, একটি চাপাতি, দুটি টর্চ লাইট, তিনটি বাটন মোবাইল ফোন, দুটি ট্রাভেল ব্যাগ ও নগদ ৯ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত পোড়া রহিমের নামে আগের পাঁচটি, শামীমের নামে ১৪টি, আব্দুস সোহাগের নামে ১০টি, আলিম হোসেনের নামে একটি ও ফরিদুল ইসলামের নামে একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, ডাকাতি, অস্ত্র চালান, মারপিট এই ধরনের মামলা আদালতে চলছে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com