পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্ট্যাডি ডেক্স:
দিনাজপুরের হাকিমপুর ইউনাইটেড অটোরাইস মিলে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার করিমুল্লাহপুরের আব্দুর রহিম ওরফে পোড়া রহিম (৬৮), দিনাজপুর ৬ নম্বর উপশহর এলাকার দুলাল মিয়ার ছেলে শামীম ওরফে পবন (৩০), দিনাজপুর পৌরসভার কসবা এলাকার মৃত আব্দুস জব্বারের ছেলে আব্দুস সোহাগ (৩৪), হাকিমপুর উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত ঈমান আলী মিস্ত্রির ছেলে আলিম হোসেন (৪০), চিরিরবন্দর উপজেলার ভাবকি এলাকার ফরিদুল ইসলাম ওরফে মাসুয়া (৪৫) এবং সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের নিমনগর এলাকার মৃত কান্দু মাসুদের ছেলে বকুল হোসেন (৪০)।
পুলিশ সুপার জানান, গত ১৫ ফেব্রুয়ারি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর এলাকার প্রসাদ সাহার মালিকানাধীন ইউনাইটেড রাইস মিলে ডাকাতি হয়। ১৭ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাকিমপুর থানায় মামলা করা হয়। পরে হাকিমপুর থানা, কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি কুড়াল, একটি চাপাতি, দুটি টর্চ লাইট, তিনটি বাটন মোবাইল ফোন, দুটি ট্রাভেল ব্যাগ ও নগদ ৯ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত পোড়া রহিমের নামে আগের পাঁচটি, শামীমের নামে ১৪টি, আব্দুস সোহাগের নামে ১০টি, আলিম হোসেনের নামে একটি ও ফরিদুল ইসলামের নামে একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, ডাকাতি, অস্ত্র চালান, মারপিট এই ধরনের মামলা আদালতে চলছে।