পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
‘সেবা ও সদাচার, ডিএমপির অঙ্গীকার’- এই প্রতিপাদ্য উপজীব্য করে নানা আনুষ্ঠানিকতায় আজ বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠা দিবস। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সকাল থেকেই প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হবে।
ডিএমপি জানিয়েছে, ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রথম পুলিশ সপ্তাহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বলেন, ‘স্বাধীনতার ইতিহাসের সঙ্গে রাজারবাগের এবং পুলিশের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ জাতির পিতা স্বাধীন বাংলাদেশের পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং তিনিই ঢাকা মেট্রোপলিটন পুলিশে স্বপ্নদ্রষ্টা। বঙ্গবন্ধুর হাত ধরেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার প্রারম্ভিক পদক্ষেপ ও কার্যক্রম গ্রহণ করা হয়।
১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ৬ হাজার পুলিশ সদস্য এবং ১২টি থানা নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দীর্ঘপথ পরিক্রমায় ঢাকা মহানগরীর প্রায় ২ কোটি ২৫ লাখ নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম ৫০টি থানায় বিস্তৃত হয়েছে। বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে কাজ করছেন ৬ জন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার (অতি. ডিআইজি), ৫৭ জন উপপুলিশ কমিশনারসহ (এসপি) ৩৪ হাজার অফিসার ও ফোর্স।
ডিএমপি জানিয়েছে, ২০২৩ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অপরাধ দমন ও উদ্ঘাটনে ২৫ হাজার ৯০২টি মামলা রুজু করা হয়েছে। ছিনতাই প্রতিরোধে কার্যকরী ব্যবস্থাগ্রহণের জন্য ‘ছিনতাই প্রতিরোধ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। ডিএমপি ক্রাইম বিভাগের মামলা মনিটরিং সেল ৫০টি থানা ৪৭৯টি জনগুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা আলোচনাপূর্বক নিষ্পত্তির প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেছে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১৯৩৪টি পাবলিক পিটিশন প্রাপ্ত হয়ে প্রত্যেকটির ওপর কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ দমন ও উদ্ঘাটনব্যবস্থা গড়ে তোলার নিমিত্তে ২৫ হাজার ৯০২ মামলার সব তথ্য ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমে তথ্য সন্নিবেশ করা হয়েছে। সবার জন্য সমান আইনি সেবা নিশ্চিতকল্পে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক থেকে ৪০ হাজার ১৮২ জনকে সেবা প্রদান তদারকি করা হয়েছে। গত এক বছর প্রসিকিউশন বিভাগের ত্বত্তাবধানে আদালত কর্তৃক বিচারাধীন মামলার মধ্যে ১৫ হাজার ৫৩৭টি মামলা নিষ্পত্তি এবং ৪ হাজার ৭৫৬ জন অপরাধীর সাজা হয়েছে।
ডিএমপি জানায়, ডিএমপির পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস সেল হতে ২০২৩ সালে ৫৩ হাজার ২৮৯টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে, যার মধ্যে ৭২ ঘণ্টায় ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে ২৬ হাজার ৪৭৫টি আবেদনের। প্রবাসী লিগ্যাল সার্ভিস সেলে প্রবাসীদের কাছ থেকে ২০২৩ সালে প্রাপ্ত ১৪৫টি অভিযোগের মধ্য থেকে নিষ্পত্তি করা হয়েছে ১১৪টি এবং ৩১টি অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। ডিএমপির পুলিশ ব্লাড ব্যাংকের গত এক বছরে নিবন্ধনকৃত মোট ব্লাড ডোনারের সংখ্যা ৬ হাজার ৩৬৮ জন, যার মধ্যে পুলিশ সদস্য ১ হাজার ২৩২ জন এবং সাধারণ নাগরিক ৫ হাজার ১৩৬ জন।
উন্নত মেগাসিটিসমূহের আদলে আধুনিক সার্ভেইল্যান্স ব্যবস্থা নিশ্চিতকল্পে সমগ্র ঢাকা মহানগরীর ২২১টি স্থানে ৬৮০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গুলশান বিভাগে ২২১টি লোকেশনে ১ হাজার ২০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের পক্ষ থেকে রাজধানীর ১ হাজার ৬৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১ লাখ ৫৩ হাজার শিক্ষার্থীর মাঝে চকোলেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে ডিএমপির আওতাধীন সব মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চকোলেট বিতরণ করা হয়।