1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

বিবাহিত জীবনের মতো সুন্দর আর কিছুই হয় না: পরিণীতি

  • প্রকাশকাল : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

পুলিশবন্ধু, আনন্দ-বিনোদন ও বিশেষ প্রতিবেদন ডেক্স:
সবে তিন মাস হতে চলল বিয়ের পিঁড়িতে বসেছেন। স্বামী রাঘব চাড্ডা ভারতের আম আদমি পার্টির বড় নেতা। যেখানেই যান ‘হাসি তো ফাসি’ অভিনেত্রীকে এখন একটা কমন প্রশ্ন শুনতেই হচ্ছে, রাজনীতিতে আসবেন?

সম্প্রতি গুজরাটের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিণীতি চোপড়া। টাইমস অব ইন্ডিয়ার মুখোমুখি হয়ে সেদিন একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে।

এত দিন এড়িয়ে গেলেও সেদিন উত্তর দিলেন। সাফ জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে নামবেন না।

পরিণীতি বলেন, ‘সবাইকে আমাদের এই সফল বিয়ের একটি গোপন কথা বলি। ও (রাঘব) যেমন বলিউডের কিছুই জানে না, আমিও তেমনি পলিটিক্সের কিছুই জানি না।

তাই মনে হয় না যে আমাকে রাজনীতিতে যোগ দিতে দেখবেন কখনো। যদিও আমাদের দুজনের জীবনই ভীষণভাবে পাবলিক। আর আমরা দুজনই জনগণের ভালোবাসার মানুষ। আর সত্যি বলতে কি যদি সঠিক মানুষের সঙ্গে থাকা যায় তাহলে বিবাহিত জীবনের মতো সুন্দর আর কিছুই হয় না।’

কথা প্রসঙ্গে পরিণীতি আরো বলেন, ‘কাজ ও ব্যক্তিগত জীবনের ব্যালান্স রাখা খুব জরুরি। ভারতীয়রা সব সময়ই গর্ব করে বলে কাজের জন্য তাঁরা খাওয়াদাওয়া কিছুই করছেন না। এটা ঠিক নয়। এভাবে জীবন কাটানো উচিত নয়। আমি কঠোর পরিশ্রম করতে চাই, কাজ করতে চাই।’

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com