পুলিশবন্ধু, শিক্ষাঙন-শিক্ষার্থী ও কর্মসংস্থান ডেক্স:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রংপুরে ১৯ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের সময় জব্দ করা হয়েছে বেশ কিছু মোবাইল, ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, আটকদের মধ্যে ১১ জন পরীক্ষার্থী। বাকিরা কলেজশিক্ষকসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। আটক অভিযান অব্যাহত রয়েছে।