পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
রাজশাহী সিটি করপোরেশন ভবনের (নগর ভবন) প্রধান ফটক লক্ষ্য করে ডিউটিরত পুলিশের সামনেই দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ও ১০টা ৩৭ মিনিটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।
নগর ভবনে ডিউটিরত একজন সিকিউরিটি গার্ড বলেন, আমাদের প্রধান ফটক বন্ধ ছিল। আমরা ছিলাম ভেতরে। হঠাৎ বিকট আওয়াজ শুনে বাইরে বের হই। মহাসড়কে কালো ধোঁয়া দেখতে পাই। এসময় আশপাশে দোকানের লোকজন ‘ধর-ধর, অটোরিকশা ধর’ বলে চিৎকার করছিল। পুলিশের গাড়ি দাঁড় করিয়ে রাখা ছিল সেখানে। গাড়িটির কয়েক হাত দূরেই এ ঘটনা ঘটেছে। তবে কাউকে ধরা যায়নি। দুষ্কৃতকারীরা সম্ভবত অটোরিকশায় এসেছিল।’
রাতে ঘটনাস্থলে ডিউটি করছিলেন এসআই সিরাজুল ইসলাম। তিনি বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ চেক করে শনাক্ত করার চেষ্টা করব। তবে আরও কয়েকটি সিসি ক্যামেরা থাকলে ভালভাবে বোঝা যেত।
ঘটনার পর রাত ১১টার সময় ঘটনাস্থলে আসেন বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন। তিনি জানান, দুষ্কৃতকারীরা ঘটনাটি ঘটিয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।