1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

রাজশাহীতে পুলিশের সামনেই ককটেল বিস্ফোরণ

  • প্রকাশকাল : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
রাজশাহী সিটি করপোরেশন ভবনের (নগর ভবন) প্রধান ফটক লক্ষ্য করে ডিউটিরত পুলিশের সামনেই দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ও ১০টা ৩৭ মিনিটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

নগর ভবনে ডিউটিরত একজন সিকিউরিটি গার্ড বলেন, আমাদের প্রধান ফটক বন্ধ ছিল। আমরা ছিলাম ভেতরে। হঠাৎ বিকট আওয়াজ শুনে বাইরে বের হই। মহাসড়কে কালো ধোঁয়া দেখতে পাই। এসময় আশপাশে দোকানের লোকজন ‘ধর-ধর, অটোরিকশা ধর’ বলে চিৎকার করছিল। পুলিশের গাড়ি দাঁড় করিয়ে রাখা ছিল সেখানে। গাড়িটির কয়েক হাত দূরেই এ ঘটনা ঘটেছে। তবে কাউকে ধরা যায়নি। দুষ্কৃতকারীরা সম্ভবত অটোরিকশায় এসেছিল।’

রাতে ঘটনাস্থলে ডিউটি করছিলেন এসআই সিরাজুল ইসলাম। তিনি বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ চেক করে শনাক্ত করার চেষ্টা করব। তবে আরও কয়েকটি সিসি ক্যামেরা থাকলে ভালভাবে বোঝা যেত।

ঘটনার পর রাত ১১টার সময় ঘটনাস্থলে আসেন বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন। তিনি জানান, দুষ্কৃতকারীরা ঘটনাটি ঘটিয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com