1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

বগুড়ায় হাতবোমা উদ্ধার, পিকেটিংয়ের সময় ২ জন আটক

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
বগুড়ায় হরতালের সমর্থনে যানবাহনে ইট-পাটকেল ছুঁড়ে পিকেটিং করার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের কানছগাড়ী থেকে তাদের আটক করা হয়। এই সময় পুলিশ ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত একটি হাতবোমা উদ্ধার করে।

আটকরা হলেন- বগুড়া শহরের সূত্রাপুরের বাসিন্দা (৬০) ও গাবতলী উপজেলার বাসিন্দা জাহিদ হাসান (২৫)। আটকের সময় মমতাজ নিজেকে গাড়ির ব্যবসায়ী ও জাহিদ সরকারি শাহ সুলতাল কলেজের শিক্ষার্থী হিসেবে দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকাল আটটার দিকে শহরের পিটিআই মোড়ে মিছিলের চেষ্টা করে। পুলিশের বাধায় তারা সেখান দাঁড়াতে না পেরে কানছগাড়ী মোড়ে গিয়ে পিকেটিং শুরু করে। এই সময় করতোয়া গেটলকের একটি বাসসহ বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাদের লক্ষ্য করে একটি হাতবোমা ছোঁড়া হয়। তবে সেটির বিষ্ফোরণ ঘটেনি। পুলিশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে নিয়ে যায়। এই সময় অবিষ্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান বলেন, হরতালে মিছিল সমাবেশ গণতান্ত্রিক অধিকার। পুলিশ সরকারের পেটুয়া বাহিনীর মতো বিএনপির ওপরে দমনপীড়ন চালাচ্ছে। আটক দুইজন আমাদের নেতাকর্মী কি না এখনো নিশ্চিত হতে পারিনি।

বগুড়া সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা ও যানবাহন ভাঙচুর কারও অধিকার নয়। যানবাহন ভাঙচুর ও হাতবোমা নিক্ষেপের সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়েছে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com