পুলিশবন্ধু, আলোচিত সংবাদ চক্র ডেক্স:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র প্রস্তুত করা হয়েছে। আজ সোমবার দুপুর থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে বলে জানিয়েছে টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি।
দুপুর ১২টা থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে দলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। চিঠি নিতে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হয়েছেন মনোনয়ন পাওয়া দলটির নেতারা।
এর আগে সকালে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান জানিয়েছিলেন, দুপুর ১২টায় আওয়ামী লীগের মাননীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হবে।
গতকাল দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৮ টিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। গত সংসদে ছিলেন এমন ৭১ জন সংসদ সদস্য এবার বাদ পড়েছেন।