1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

রাজশাহীতে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

  • প্রকাশকাল : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

পুলিশবন্ধু প্রতিদিন ডেক্স:
রাজশাহীতে স্থানীয় আওয়ামী লীগ নেতার সাথে ওয়ার্ড কাউন্সিলরের দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর বালিপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলামের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

এই ঘটনা পরিপ্রেক্ষিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে আকরামুল হক গুড্ডু (৩৫) নামের একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছে।

গুড্ডু কাউন্সিলর মনের অনুসারী বলে জানা গেছে। সে নগরী বড়বনগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

এদিকে, রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ গুড্ডুর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা।

অন্যদিকে, সংঘর্ষের ঘটনার পর থেকে বালিয়াপুকুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ফোর্স নিয়ে উপস্থিত আছি। এই ঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com