পুলিশবন্ধু, অনুসন্ধান ডেক্স:
কুষ্টিয়ায় জালয়াতি করে পাসপোর্ট করার সময় মো. সবুজ নামে এক রোহিঙ্গাকে পুলিশ আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।
গতকাল বুধবার (২২ নভেম্বর) দুপুরে পৌনে দুইটার দিকে তাকে আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা নির্বাচন অফিস থেকে নিজ নামে ভোটার আইডি কার্ড তৈরি করে এবং কুষ্টিয়া পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের ১৭ ঢাকা ঝালুপাড়া এলাকার ঠিকানা ব্যবহার করে মো. সবুজ নামে এক রোহিঙ্গা পাসপোর্ট করাতে আসেন কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সেখানে আবেদন জমাসহ সকল কার্যক্রম করার পরে ফিঙ্গারপ্রিন্টে গিয়ে আবেদনে জমা দেয়া ভোটার আইডির ফিঙ্গারপ্রিন্টের সাথে মিল না পাওয়ায় সন্দেহ হলে সবুজ নামে ওই ব্যক্তিকে আটক করে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ।
এরপর জিজ্ঞাসাবাদে সবুজ স্বীকার করেন তিনি একজন রোহিঙ্গা। ভোটার আইডি ও জন্ম সনদ জালিয়াতি করে তিনি পাসপোর্ট করতে আসেন। পরে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভুয়া জাতীয় পরিচয় পত্রে আটককৃত রোহিঙ্গা ওই যুবকের নাম মো. সবুজ, পিতা- মো. খেদের আলী ও মাতা মরিয়ম বেগম। ঠিকানা -১৭ ঢাকা ঝালুপাড়া, কুষ্টিয়া দেখানো হয়েছে।
কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন বলেন, বুধবার দুপুর সোয়া ১টার দিকে সবুজ আবেদন পত্র জমা দেন। আবেদনপত্রের সঙ্গে নিজের ভোটার আইডি কার্ড, নাগরিক সনদ দাখিল করেন। পরে ফিঙ্গারপ্রিন্ট করার সময় আবেদনকারীকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে তিনি একজন রোহিঙ্গা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।