পুলিশবন্ধু প্রতিদিন ডেক্স:
সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের শাহজাহান ফকিরের ছেলে শাফায়েত ফকির (৩৫), সিহালী দাইমুল্যা গ্রামের দিলবর ফকিরের ছেলে বাছেদ ফকির (৩২), রংপুরের মিঠাপুকুর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত ইমদাদুল হকের ছেলে জুয়েল মিয়া (৩০) ও জয়পুরহাটের সমশিরা গ্রামের সুজাউল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৮)।
সিরাজগঞ্জের ওসি (ডিবি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম (বার) দিকনির্দেশনায় মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উত্তরাঞ্চলগামী একটি মিনি ট্রাকে তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবাসহ শাফায়েত ফকির ও জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া সকালে একই মহাসড়কের কড্ডার মোড়ে অভিযান চালিয়ে আরো ৮ হাজার পিস ইয়াবাসহ বাছেদ ফকির ও মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে চালক ও যাত্রীর ছন্দবেশে এ অবৈধ ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।