পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্টাডি ডেক্স:
দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার এএসআই মফিজুল ইসলাম।
সোমবার রাত ৮টার দিকে রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমে বলেন, চেকপোস্টে ডিউটি শেষ করে তিনি রিকশাযোগে সামনে এগিয়ে যান। এসময় ছুরিকাঘাতের শিকার হন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
খিলক্ষেত থানার ওসি কাজী শাহান হক গণমাধ্যমকে বলেন, এএসআই মফিজুল ইসলাম ৩০০ ফিট এলাকায় চেকপোস্টে ডিউটি শেষে অটোরিকশায় করে কুড়াতলী এসে নেমে থানার উদ্দেশ্যে পায়ে হেঁটে আসার পথে অজ্ঞাত ৪-৫ দুর্বৃত্ত তার পেটে ও মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তিনি বলেন, তার কাছে অস্ত্র ছিল, অস্ত্র নিতে পারেনি দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে বা পুলিশের মনোবল ভাঙার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে কি না সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন।