সাহিত্য স্বর্গ-আলোকিত মানুষের জন্য। স্বাহিত্য স্বর্গ সবার প্রথমে একটি সাহিত্য আড্ডা। দ্বিতীয়ত, একটি প্রকাশনা সংস্থা। তৃতীয়ত, আলোকিত মানুষদের একজোট করার লক্ষ্যে পরিচালিত একটি সাহিত্য সংগঠন।
সাহিত্য আড্ডাঃ আলোকিত মানুষদের অংশগ্রহনে প্রতি সপ্তাহের সোমবার বিকাল ৫টা থেকে শুরু করে রাত কমপক্ষে ৯টা পর্যন্ত বাংলাদেশের প্রতিটি পুলিশ থানা প্রাঙ্গণে বাংলা ও বিশ্বসাহিত্যের নানান বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা, সমালোচনা, তর্ক, বিতর্ককে কেন্দ্র করে পরিচালিত হয় এই আড্ডা।
প্রকাশনাঃ আলোকিত মানুষদের জন্য আলোকিত সাহিত্য প্রকাশে সদা আন্তরিক একটি প্রকাশনা সংস্থা।
সাহিত্য সংগঠনঃ আলোকিত মানুষদের জীবনকে সহজ ও গতীশীল রাখতে কাজ করে এই সংগঠন। উল্লেখযোগ্য কর্মকান্ডগুলো হচ্ছে- বাৎসরিক সাহিত্য সম্মেলন আয়োজন করা, সাহিত্য সম্মাননা প্রদান করা, সাহিত্য সংশ্লিষ্ঠ দিবস সমূহ উদযাপন করা, পাঠাগার প্রতিষ্ঠা করা, পাঠচক্র পরিচালনা করা এবং সাহিত্যপ্রেমীদের বহুমাত্রিক প্রয়োজন পূরণের লক্ষ্যে সাহিত্য স্বর্গ ভবন নির্মান করা।
সাহিত্য স্বর্গ সংগঠনের সাথে যোগাযোগ করতে, সদস্য হতে, সাহিত্য স্বর্গ সংগঠনকে আর্থিক অনুদান দিতে চাইলে যোগাযোগ করুন:
সাহিত্য স্বর্গ
রসূল ভিউ (৩য় তলা),
৬৫, ময়মনসিংহ লেন, বাংলামটর,
শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
মুঠোফোন:- +৮৮ ০১৭১২ ৩৯২৫৭০
ই-মেইল: sahityasorgo@gmail.com
ফেসবুক পেইজ লিংক: www.facebook.com/sahityasorgo
ফেসবুক গ্রুপ লিংক: www.facebook.com/groups/sahityasorgo
পুলিশবন্ধু সাহিত্য স্বর্গ কার্যক্রম বিষয়ক লেনদেনের মাধ্যম:
ব্যক্তিগত ব্যাংক হিসাব:
একাউন্টের নাম (সঞ্চয়ী):- Md. Jasemuddin
একাউন্ট নম্বর:- 2050 3960200 4481 04
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
দনিয়া শাখা, ঢাকা দক্ষিণ, ঢাকা।
বিকাশ/নগদ/উপায় নম্বর:
01712 392570 (পার্সোনাল)
বিঃদ্রঃ উল্লেখিত লেনদেনের মাধ্যম ছাড়া অন্য কোন মাধ্যমে ‘সাহিত্য স্বর্গ’ বিষয়ক লেনদেন পরিচালিত হয়না। সুতরাং, অন্যকোন মাধ্যমে ‘সাহিত্য স্বর্গ’ বিষয়ক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। এরপরও যদি কেউ অন্যকোন মাধ্যমে ‘সাহিত্য স্বর্গ ’ বিষয়ক লেনদেন করেন তবে ‘সাহিত্য স্বর্গ ‘ পরিবারের কাছে সেটা গ্রহনযোগ্য হবেনা।