পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে রাজধানীর গুলিস্তান এলাকায় বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ সোমবার (০৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ।
মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে রাজধানীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনা স্থলে ছুটে যায়। তারা সেখানে পৌঁছে ২টা ৮ মিনিটে।
এরপর বিকল্প পরিবহনের সেই বাসটির আগুন নিভিয়ে ফেলার কাজ করছে। তবে ততক্ষণে বাসের ভেতরের অনেক অংশ পুড়ে যায়। এ ঘটনায় কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।