1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

ঈশ্বরদী রেলস্টেশন থেকে বোমা উদ্ধার

  • প্রকাশকাল : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলার ২৪ ঘণ্টা পর আবারো ঈশ্বরদী রেলস্টেশনে বোমা পুঁতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। র‌্যাবের একটি টিম দুর্বৃত্তদের এ পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের ৩নং রেললাইনের উপর থেকে উচ্চক্ষমতাসম্পন্ন একটি বোমা উদ্ধার করার পর তা ধ্বংস করা হয়।

র‌্যাব জানায়, ঈশ্বরদী রেলওয়ে স্টেশনসংলগ্ন ফুটওভার ব্রিজ থেকে অনুমান ২০০ গজ উত্তর দিকে ৩নং রেললাইনের ওপর লাল রঙয়ের বোমাসদৃশ একটি বস্তু পুঁতে রাখা হয়। বিষয়টি র‌্যাবের নজরে আসার পর র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেনের নির্দেশে বোমাটি উদ্ধারের সিদ্ধান্ত হয়। পরে র‌্যাব-৫, রাজশাহীর বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দলের সহায়তায় বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুক জানান, বোম্ব ডিসপোজাল দলের বিশেষজ্ঞদের মতে বোমাটির মধ্যে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ছিল। সময়মতো দৃষ্টিগোচর না হলে এটি বিস্ফোরিত হয়ে বড়রকমের নাশকতা ঘটার আশঙ্কা ছিল।

বুধবার দুপুরে কলকাতা টু ঢাকাগামী আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলা ও অনুরূপ বোমা নিক্ষেপ করে ক্ষতি করার চেষ্টা করে ব্যর্থ হয়েই দুর্বৃত্তরা আবারো একই পন্থা অবলম্বন করেছে বলে আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে।

এদিকে বোমা উদ্ধারের পর র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেনসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com