1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

এ্যানিকে নির্যাতন করা হয়নি, আদালতে মিথ্যা বলেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশকাল : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

পুলিশবন্ধু আলোচিত সংবাদ:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, দুটি মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নির্যাতন করা হয়নি বরং তিনি আদালতে মিথ্যা বলেছেন।

তিনি আরো বলেন, “এ্যানি জামিন নেননি। তাই, তাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। তাকে নির্যাতন করা হয়নি। কিন্তু তিনি আদালতে মিথ্যা অভিযোগ করেছেন। (গ্রেফতারের সময়) তার বাড়ির কোনো দরজা ভাঙা হয়নি। আদালতের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি মিথ্যা বলেছেন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত শারদীয় উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

ওয়ারেন্টভুক্ত আসামিদের জামিন নিতে আদালতে যেতে হয় উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু এ্যানি জামিন নেননি। তিনি আদালতে যা বলেছেন তা মিথ্যা। কারণ তিনি নির্যাতনের কোনো প্রমাণ দেখাতে পারেননি। পুলিশ নির্যাতন করেনি তাকে। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আমরা প্রমাণ পাইনি। এ্যানি এখনও সাদা পোশাকে আছেন, যেটি তিনি পরেছিলেন।”
এ্যানির দরজা ভাঙার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সব সময় কাজ করে। তিনি আরো বলেন, “আমরা সবসময় বলি যে, যারা কোন মামলার আসামি তারা আদালতে গিয়ে জামিন নেয়। কিন্তু এ্যানি জামিন না নেওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়। এটা পুলিশের দায়িত্ব।”

কামাল আরও বলেন, পুলিশ এ্যানির স্বজনদের দরজা খুলতে অনুরোধ করলেও তারা পুলিশের ডাকে কোনো সাড়া না দিলে পরে পুলিশ দরজায় টোকা দেয়।

গত ১০ অক্টোবর পুলিশ এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পরে নাশকতার মামলায় আদালতে হাজির করে। মামলার শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com