পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্সঃ
রাজশাহীর চারঘাটের সরদহ ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আবদুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভূমি উন্নয়ন কর দিতে আসা জমির মালিকদের কাছে ঘুস নেওয়ার অভিযোগে গত ২৬ নভেম্বর ২০২২ (শনিবার) জেলা প্রশাসক আবদুল জলিল তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
ওই আদেশে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যায়, আবদুস সাত্তার ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে দাখিলায় নির্ধারিত টাকার চেয়ে বেশি পরিমাণ টাকা অনৈতিকভাবে দাবি করেছেন। সরকার যেখানে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে হয়রানি ছাড়াই ভূমি সংক্রান্ত সব সেবা প্রদান করছে, সেখানে তিনি জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করছেন।
যা সরকারি কর্মচারী অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির শামিল। এতে জেলা প্রশাসনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তিনি চাকরিতে বহাল থাকলে তদন্ত ও প্রশাসনিক কার্যক্রমে প্রভাব খাটানোর আশংকা রয়েছে। তবে বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
উল্লেখ্য যে, এর আগে ২৪ নভেম্বর ২০২২ (বৃহস্পতিবার) আবদুস সাত্তারের ঘুস নেওয়ার তিনটি ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।