পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্সঃ
কক্সবাজারের উখিয়ায় ৯১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনের অভিযোগে দুটি হানিফ বাস জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া থানা গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়দিন আগে বাস দুটি ভাড়া নেন রোহিঙ্গারা। তারা ইজতেমা যাওয়ার জন্য জড়ো হয়েছিলেন। আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
আটক রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার পুলিশ ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, আটক রোহিঙ্গারা উখিয়া থানায় রয়েছে। রোহিঙ্গা বহনের দায়ে দুটি বাস জব্দ করা হয়েছে।