পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্সঃ
মোহাম্মদপুর থানায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)‘র গোয়েন্দা তেজগাঁও-বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মনিরুজ্জামান চৌধুরী ওরফে সাজিদ, শরিকুল ইসলাম চৌধুরী অর্ণব ও রাশেদুল ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দিন গণমাধ্যমকে বলেন, মোঃ এনামুল হাছানকে ব্যবসার প্রলোভন দেখিয়ে এজাহার নামীয় আসামিরা চার কোটি চার লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত বিরানব্বই টাকা মূল্যের মালামাল প্রদানের চুক্তি করে। পরে আসামীরা চট্টগ্রাম পোর্ট হইতে ওই মালামাল খালাসের পরে রিসিভ করে। চুক্তি অনুযায়ী মালামাল অর্ডারের এলসির তারিখ হতে ৯০ দিনের মধ্যে টাকা পরিশোধ করার কথা ছিলো। কিন্তু আসামীরা উক্ত মালামালের মূল্যের কোন টাকা বাদীকে প্রদান না করে বিভিন্ন ভাবে হয়রানি এবং হুমকি দেয়। বাদীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়।
তিনি আরো বলেন, গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম মামলার তদন্তভার গ্রহন করে আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে মামলার বাদীর দেওয়া তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার (২৪ নভেম্বর ২০২২ খ্রি.) রাজধানীর মিরপুর থানা ও রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন , আসামীরা নিরীহ মানুষকে ব্যবসার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কৌশলে বড় অংকের টাকা নিয়ে উক্ত টাকা আত্মসাৎ করে। গ্রেফতারকৃতরা চার কোটি চার লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত বিরানব্বই টাকা মূল্যের মালামাল প্রদানের চুক্তির বিষয়টি স্বীকার করেছে। একই সাথে চট্টগ্রাম পোর্ট হইতে মালামাল খালাসের পরে আসামীরা রিসিভ করে বাদীকে মালামালের মূল্য পরিশোধ করে নাই মর্মেও স্বীকার করেছে।
খবরঃ ডিএমপি নিউজ