পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্টাডি ডেক্সঃ
কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের ১দিনের পর ব্রহ্মপুত্র নদ থেকে সন্তোষ দাস (৪৮) নামে এক ভিক্ষুকের মরহে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ মাঝি পাড়া এলাকায়। নিহত ভিক্ষুক ওই এলাকার মৃত গঙ্গাধরের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্তোষ চন্দ্র ভিক্ষার উদ্দেশ্য সকালে বাড়ি থেকে বের হলে সন্ধ্যা পেরিয়ে গভীর রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের খোঁজাখুঁজি শুরু করেন। এলাকাবাসী পরদিন শুক্রবার সকালে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সন্তোষ চন্দ্র বেশ কিছুদিন থেকে প্যারালাইসিস অবস্থায় ভিক্ষাবৃত্তি করে সংসার চালিয়য়ে আসছেন বলে জানা গেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।