পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্সঃ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।
২৪ নভেম্বর ২০২২ (বৃহস্পতিবার) রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সিআইডি প্রধান বলেন, মামলাটি তারা গুরুত্বসহকারে তদন্ত করছেন। রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে যেসব দেশ যুক্ত আছে, সে দেশগুলোর কাছে তথ্য চেয়ে তারা চিঠি পাঠিয়েছেন। এখনও তিন-চারটি দেশ চিঠির জবাব দেয়নি। তারা তাদের অপেক্ষায় আছেন।
তিনি জানান, চিঠির জবাব পেলেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। শিগগিরই এটা হতে পারে।