পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্সঃ
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে ডিসিদের সঙ্গে প্রতারণার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মমিনুল ইসলাম। জেলার নাগেশ্বরী থানার রামখানা চৌধুরী টারী এলাকা থেকে গত ২১ নভেম্বর ২০২২ (সোমবার) গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, ‘প্রতারক মমিনুল দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচয়ে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলার ডিসিকে ফোন করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের পরিচয় প্রদান করে প্রতারণার চেষ্টা করে।
পরবর্তী সময়ে কুড়িগ্রাম জেলা পুলিশ প্রতারণার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মমিনুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।’
খবরঃ ডিএমপি নিউজ