1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট : ডিবির মামলায় একজন গ্রেফতার

  • প্রকাশকাল : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্সঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ছবি বিকৃত করে উপস্থাপন এবং সরকারবিরোধী বিভিন্ন বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী নাহিদ ইসলাম নাহিদ (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আজহারুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে নাহিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করলে ১৭ নভেম্বর ২০২২ (বৃহস্পতিবার) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ১৮ নভেম্বর ২০২২ (শুক্রবার) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত নাহিদ মানিকগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়ার ইজ্জত আলীর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী বলে সংগঠন সূত্রে জানা গেছে। মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ হোসেন বলেন, নাহিদ ইসলাম পৌর ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলেন।

জানা গেছে, গত ৩০ শে অক্টোম্বর নাহিদ ইসলাম তার নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে পোস্ট দেন। সেখানে লেখা হয়- ‘অন্যায়কারীকে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই জালিম শাসক হাজারো নিষ্পাপ শিশুদের এতিম করেছে, অনেক বোনকে বিধবা করেছে, মা-বাবাকে করেছে সন্তান হারা। ইনশাআল্লাহ এই জালিম শাসক এবং তাহাদের সাঙ্গ-পাঙ্গদের পতন এখন শুধু সময় মাত্র।’ এ ছাড়া নাহিদ অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় পরস্পর যোগসাজশে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ মানহানিকর তথ্য প্রচার করেছেন।

এ ছাড়াও আক্রমানাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করে জনমনে ভীতি তৈরি করছেন। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন, আইনশৃঙ্খলার অবনতি এবং জনমনে ভীতি তৈরি করতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করেছে। বৃহস্পতিবার এ বিষয়টি জেলা ডিবি পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল টিমের নজরে আসে। এরপর রাতে জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আজহারুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে নাহিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। জেলা ডিবি’র পরিদর্শক (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মামলার পর রাতেই অভিযান চালিয়ে নাহিদ ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com