পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্টাডি ডেক্সঃ
জয়পুরহাটে নেপাল দাস (৩৫) নামে এক বিজিবি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, নিহত নেপাল দাস জয়পুরহাট ২০ বিজিবির সিপাহী। তিনি ফরিদপুর জেলার মধুখালি মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর রাত ১০টা ৩৩ মিনিটে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে জয়পুরহাট ২০ বিজিবি সদস্য হিসেবে তাকে রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়। সেখানে ১৯৫নং রেজিস্ট্রারে তার নাম নেপাল দাস, ২০ বিজিবি সদস্য, জয়পুরহাট হিসেবে লিপিবদ্ধ রয়েছে। এসময় তার রক্তাক্ত পোশাক ছিল। এরপর বিজিবি সদস্যরা হাসপাতাল মর্গে মরদেহ রেখে নিজেরা পাহারা দিচ্ছিলেন। আজ সকালে ময়নাতদন্ত শেষে বিজিবি সদস্যরা অ্যাম্বুলেন্স করে মরদেহ বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।
এ সময় মরদেহের সঙ্গে থাকা বিজিবি সদস্যরা জানান, সকাল ১০টার দিকে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হবে।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল জরুরি বিভাগের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোয়াজ্জেম হোসেন জানান, রাত ১০টা ৩৩ মিনিটে নেপাল দাস নামে এক বিজিবি সদস্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়।