1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

৯৯৯-এ কল: লিফটে আটকে পড়া ১১ জনকে উদ্ধার

  • প্রকাশকাল : বুধবার, ৪ মে, ২০২২

পুলিশবন্ধু বুলেটিন ডেক্স:
ঈদ আনন্দ ভাগাভাগি করতে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন ১১ জন। লিফটে উঠেই আটকা পড়েন সবাই।

উপায় না পেয়ে লিফট থেকেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন একজন। তা জানানো হয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।

ঈদের দিন মঙ্গলবার (৩ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম নগরের চকবাজারে মেঘনা টাওয়ার নামে একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে। খবর প্রথম আলোর।

লিফটে আটকা পড়া ব্যক্তিদের মধ্যে নারী ছিলেন চারজন। ১১ জনের মধ্যে ৮ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোর ছিল ৭ জন। বাকি ৪ জনের বয়স ২২ থেকে ৫৭ বছরের মধ্যে। তাঁরা সুস্থ আছেন।

চট্টগ্রাম নগরের চন্দনপুরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে তাঁদের নিয়ন্ত্রণকক্ষে জানানো হয়, চকবাজারের একটি টাওয়ারের লিফটে কয়েকজন আটকা পড়েছেন।

খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে তাঁরা ঘটনাস্থলে আসেন। দ্রুত লিফটের ভেতর আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, তাঁরা সব মিলিয়ে প্রায় ১০ মিনিট আটকে ছিলেন। ঠিক কী কারণে লিফট আটকে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com