পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্সঃ
রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও মাইক্রোবাস সহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাজিব, জাহাঙ্গীর আলম ও সজিব মিয়া।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২০২২ খ্রি.) বিকাল ৪:৫০ টায় গুলশান থানার প্রগতি সরণি শাহজাদপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কতিপয় মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসে রাজধানীর রামপুরা ব্রিজের দিকে আসতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গুলশান থানার প্রগতি সরণির শাহজাদপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় পুলিশ। বিকাল ৪:৫০ টায় কাঙ্খিত মাইক্রোবাসটি পৌঁছালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাইক্রোবাসটি থামানো হয়। থামানো মাত্রই মাইক্রোবাসের আরোহীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর গুলশান, ভাটারা, বাড্ডাসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।