পুলিশবন্ধু অনুসন্ধান ও কেস স্টাডি ডেক্সঃ
রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ রমজান আলী ওরফে আলী হোসেন, মোঃ রানা মিয়া ওরফে মানিক ও মোঃ জাহিদ হাসান ওরফে হ্নদয়।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ০৬:০৫ টায় শাহবাগের সেক্রেটারীয়েট রোডের নীমতলী গেটের সামনে থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ধানমন্ডি জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী শাহবাগের সেক্রেটারীয়েট রোডের নীমতলী গেটের সামনে কাগজের বক্সে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে সাথে থাকা বক্সসহ পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় রমজান, রানা ও জাহিদ নামের তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।