পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্ট্যাডি ডেক্স:
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো: মিলন মিয়া। এসময় তার কাছ থেকে ১ কেজি ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে হাজারীবাগ থানা এলাকার শিকদার মেডিকেলের সামনে বেড়িবাঁধের উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ, পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাজারীবাগ থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বেড়ীবাঁধের উপর চেকপোস্ট কার্যক্রম শুরু করে। একজন রিক্সা চালকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় রিকশাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রিকশাচালক মো: মিলন মিয়া এর স্বীকারোক্তি মোতাবেক রিকশার সিটের নীচ থেকে বিশেষভাবে চিপসের প্যাকেটে রক্ষিত রাংতা পাতায় মোড়ানো ৮ হাজার ১০০ পুরিয়া হেরোইন যার ওজন ১ কেজি ৩০ গ্রাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামী মিলন মিয়া মাদকদ্রব্য হেরোইন ব্যবসার সাথে সক্রিয়ভাবে জড়িত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে।