পুলিশবন্ধু প্রশাসন ও রাজনীতি ডেক্স:
সিনিয়র সচিব হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার। অন্য আদেশে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম সেখকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হুমায়ুন কবীর বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন।
হুমায়ুন কবীর সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে কাজ করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্য আদেশে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম সেখকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি দিয়ে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়।
এর আগে গত ৫ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।