1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত রাখবে ইসরাইল

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (২০ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় এমন প্রতিশ্রুতি দেন তিনি। সংবাদ সংস্থা আনাদুলু জানিয়েছে, নেতানিয়াহু বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবো। হামাসকে নির্মূল না করে বিজয় না আনা পর্যন্ত এটি অব্যাহত থাকবে।

বুধবার গাজায় ইসরায়েলি আগ্রাসন ৭৫তম দিনে গড়ায়। এদিন উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরসহ উপত্যকাজুড়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কয়েকশ’ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন এক সময় এ বার্তা ঘোষণা দিয়েছে, যখন গাজা উপত্যকায় দ্বিতীয় মানবিক বিরতির জন্য ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে। জিম্মিদের ছাড়িয়ে নিতে হামাসের সঙ্গে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির আলোচনা চলছে।

আলোচনায় হামাস দাবি জানিয়েছে, ইসরায়েল যখন তাদের আগ্রাসন পুরোপুরি বন্ধ করবে, তখনই জিম্মিদের ছাড়া হবে। হামাসের এমন দাবির মুখে এ ঘোষণা দিলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যারা মনে করে আমরা থামব তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। হামাসের ধ্বংস, আমাদের জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজা থেকে হুমকি অপসারণ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী থামবে না’।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস নেতাদের কাছে মাত্র দুটি বিকল্প আছে ‘মৃত্যু অথবা আত্মসমর্পণ’। তবে নেতানিয়াহুর বক্তব্য নিয়ে হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। এছাড়াও প্রায় ২ মিলিয়ন মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবের মধ্যে ঘনবসতিপূর্ণ অবস্থার মধ্যে বাস্তুচ্যুত হয়েছে।

অন্যদিকে গাজায় ত্রাণ সরবরাহের জন্য সংঘাত বন্ধের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি আবারও স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রস্তাবটির ওপর ভোটাভুটি হতে পারে বলে আশা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com