পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্টাডি ডেক্সঃ
অভিনব পদ্ধতিতে ফাঁকি দিয়ে স্কুল ব্যাগে করে গাঁজা বহনকালে রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি দল।
গ্রেফতারকৃতের নাম-মোঃ নিজাম খাঁ (৪২)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএমপি নিউজকে জানান, সোমবার (০৭ নভেম্বর ২০২২ খ্রি.) সন্ধ্যা ৬:০০ ঘটিকায় মগবাজার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, অভিযানের সময় নিজামের কাঁধে ঝুলানো একটি কালো রংয়ের স্কুল ব্যাগ তল্লাশী করে দুইটি প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।