পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্সঃ
কক্সবাজারের সেন্টমার্টিনে স্কুলছাত্রীকে (১৩) ছুরিকাঘাত করার অভিযোগে শহীদুল ইসলাম জুয়েল (১৯) নামের যুবককে পুলিশে দিয়েছেন তার বাবা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছেলেকে সেন্টমার্টিন ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন ফিরোজ আহমেদ।
পুলিশ জানায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সেন্টমার্টিন দ্বীপের জেলা পরিষদের ডাকবাংলো এলাকায় ওই ছাত্রীকে ছুরিকাঘাত করে শহীদুল।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজা আক্তার বলেন, আহত স্কুলছাত্রীর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনার পর আমরা অভিযুক্ত শহীদুলের বাড়িতে যাই। সেখানে তাকে না পেয়ে তার বাবা ফিরোজ আহমদকে ঘটনা জানাই। ফিরোজ আহমদ তখন বলেন, ছেলে বাসায় এলে তাকে পুলিশের হাতে তুলে দেবেন। পরে রাতে শহীদুল বাসায় ফিরলে ফিরোজ আহমদ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে তিনি ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন।