1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা গ্রেফতার করছি: আইজিপি

  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

পুলিশবন্ধু সুশাসন সমাচার:
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন। তদন্তে যার বিরুদ্ধে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাকে সে মামলাতেই গ্রেফতার দেখানো হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা গ্রেফতার করছি।

বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে এক অনুষ্ঠান শেষে বিএনপির শীর্ষ তিন নেতাকে গ্রেফতারের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ২য় দক্ষিণ এশিয়া স্যাম্বো-কুরাশ প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন করেন।

আইজিপি বলেন, যাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে হত্যা মামলায় জড়িত থাকার তথ্য পেলে সেই মামলায়ও গ্রেফতার দেখানো হবে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য যে ধরনের পরিবেশ রাখা প্রয়োজন, তা যখন আমরা নিশ্চিত করেছিলাম। অতর্কিতভাবে মানুষের জানমাল ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণ হয়। আমরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছিলাম। সে সময় আমরা বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু কেউ দায়িত্ব নেননি।

আল-মামুন বলেন, আমরা দেখলাম দুষ্কৃতকারীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। এসব জায়গায় যখন আক্রমণ শুরু হয়, তখনও পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে। উচ্ছৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেটকু শক্তি প্রয়োগের প্রয়োজন ছিল, তার একটুও বেশি শক্তি আমরা প্রয়োগ করিনি।

তিনি বলেন, আমরা যখন এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হই, আমাদের কেউ আক্রান্ত হন, তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে থাকি। আমাদের যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং আমাদের মনোবলও অটুট আছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com