পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্ট্যাডি ডেক্স:
বসতভিটা বিক্রি না করার জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েত পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম রফিক ও তার ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে ওই ইউনিয়নের নাওড়া গ্রামের বাসিন্দা শাহিনুর রহমানের ৯ বছর বয়সী শিশু সন্তান ওসমান গণি স্বাধীনকে অপহরণ ও হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে রফিকুল ইসলাম রফিক ও তার ভাইয়ের ফাঁসির দাবি চেয়ে সংবাদ সম্মেলন করে নিহতের পরিবার।
এ সময় উপস্থিত ছিলেন, নিহত শিশুর বাবা শাহিনুর রহমান শাহীন, মা উম্মে হানি মুন্নী ও দাদা রেজাউল করিম। তারা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ১ ডিসেম্বর স্বাধীন নিখোঁজ হয় এবং ৪ ডিসেম্বর ইন্দিরাকান্দি গ্রামে নির্মাণাধীন ব্রিজের নিচে বালু নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
সংবাদ সম্মেলনে নিহত শিশুর বাবা বলেন, আমাদের জমি দখলের জন্য রফিকুল ইসলাম ও তার ভাই মিজানুর রহমান বিভিন্নভাবে আমাদের উপর চাপ প্রয়োগ করেন। অস্ত্র নিয়েও হামলা করে, পিস্তল ঠেকিয়ে টাকা নিয়ে যায়। জমি দিতে অস্বীকৃতি জানানোয় তারা আমার ছেলে স্বাধীনকে গত ১ ডিসেম্বর অপহরণ করে এবং হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয়। গত ৪ ডিসেম্বর আমরা স্বাধীনের মরদেহ পাই। আমার নিষ্পাপ শিশুর কোনো অপরাধ ছিল না। আমি আমার সন্তান হত্যার বিচার চাই এবং রফিকুল ইসলাম ও তার ভাই মিজানুর রহমান এবং সংশ্লিষ্টদের ফাঁসি চাই।
শিশুটির মা উম্মে হানি মুন্নী কাঁদতে কাঁদতে বলেন, তারা আমার শিশুটাকে কেন মারলো, তার কী অপরাধ ছিলো। সে তো কিছু বুঝেনা। একটা শিশুরে এমন কইরা মানুষ কেমনে মারতে পারে। রফিক ও তার ভাই মিজান গুন্ডাবাহিনী দিয়া আমার পোলাটারে মারছে।