1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

রেকর্ড গড়লো প্রভাসের ‘সালার’

  • প্রকাশকাল : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

পুলিশবন্ধু, আনন্দ-বিনোদন ও বিশেষ প্রতিবেদন ডেক্স:
শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষীণি তারকা প্রভাস অভিনীত ‘সালার : পার্ট ১- সিজফায়ার’। মুক্তির প্রথম দিন সিনেমাটি আয় করেছে ১৭৫ কোটি রুপির মতো। সে তুলনায় অবশ্য পিছিয়ে আছে শাহরুখের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডানকি’।

বক্স অফিসে উদ্বোধনী আয়ের নজির গড়ল ‘সালার’। এখন পর্যন্ত কোনো ভারতীয় সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড এটি।

স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির প্রথমদিন ভারতে ৯৫ কোটি আয় করেছে সালার। ওদিকে বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটির মতো। সব মিলিয়ে প্রথমদিনেই ১৭৫ কোটির মতো আয় তুলে নিয়েছে সালার।

সিনেমাটির প্রযোজনা সংস্থা হোম্বলে ফিল্মস জানিয়েছে, সালার বিশ্বব্যাপী ১৭৫ কোটি রুপি (প্রাথমিক অনুমান) আয় করেছে।
এদিকে মুক্তির প্রথমদিন ভারতে শাহরুখ খানের ডানকির আয় ছিল ৩০ কোটি রুপি। বিশ্বব্যাপী ৫৮ কোটি আয় করেছে ডানকি। তার বিপরীতে সালার ভারতেই আয় তুলে নিয়েছে ৯৫ কোটি, যা এই বছর শাহরুখ খানের রেকর্ড গড়া জওয়ানের আয়কেও ছাড়িয়ে গেছে।

জওয়ান মুক্তির প্রথমদিন ৭৫ কোটি আয় করেছিল। রণবীরের ‘অ্যানিমেল’ প্রথমদিন আয় করেছে ৬৩ কোটি ও পাঠান তার উদ্বোধনী দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি।

এ বছর প্রভাসের মুক্তিপ্রাপ্ত ‘আদিপুরুষ’ বক্স অফিসে বাজেভাবে মুখ থুবড়ে পড়লেও সালার দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন এই অভিনেতা। দুর্দান্ত অ্যাকশন প্যাকড হলেও দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে সালার। দ্বিতীয় দিনের অগ্রিম বুকিংও বেশ ভাল। প্রথম সপ্তাহান্তেই ৪০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করবে সালার, তা বলার অপেক্ষা রাখে না।

প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com