পুলিশবন্ধু বুলেটিন ডেক্স:
রাজধানী ঢাকার খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় মাটিচাপা দেওয়া অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স অনুমান (২৫)বছর। শনিবার (১৬ এপ্রিল ২০২২) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ।
খিলক্ষেত থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন জানান, আমরা খবর পেয়ে খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় অজ্ঞাতনামা এক তরুণীর দেহ মাটিতে চাপা দেয়া অবস্থায় দেখতে পাই।
পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কে বা কারা ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করে তাকে মাটি চাপা দিয়ে রাখে।
তিনি আরো জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।