1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

রাজধানীর খিলক্ষেতে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্টাডি ডেক্স:
দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার এএসআই মফিজুল ইসলাম।

সোমবার রাত ৮টার দিকে রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমে বলেন, চেকপোস্টে ডিউটি শেষ করে তিনি রিকশাযোগে সামনে এগিয়ে যান। এসময় ছুরিকাঘাতের শিকার হন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

খিলক্ষেত থানার ওসি কাজী শাহান হক গণমাধ্যমকে বলেন, এএসআই মফিজুল ইসলাম ৩০০ ফিট এলাকায় চেকপোস্টে ডিউটি শেষে অটোরিকশায় করে কুড়াতলী এসে নেমে থানার উদ্দেশ্যে পায়ে হেঁটে আসার পথে অজ্ঞাত ৪-৫ দুর্বৃত্ত তার পেটে ও মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি বলেন, তার কাছে অস্ত্র ছিল, অস্ত্র নিতে পারেনি দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে বা পুলিশের মনোবল ভাঙার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে কি না সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com