পুলিশবন্ধু, আনন্দ বিনোদন ডেক্স:
একের পর এক কর্মকাণ্ড করে প্রায়ই আলোচনার শীর্ষে থাকেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার ‘গ্যাংস্টার’ ছবিতে বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তের সঙ্গে অভিনয় করবেন হিরো আলম।
ছবিটি প্রযোজনা করবেন আরাভ খান। রাখির সঙ্গে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করে এই খবর জানিয়েছেন হিরো আলম।
মঙ্গলবার (২৮ নভেম্বর) এ বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। তিনি বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। যেখানে আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। সিনেমার নাম ‘গ্যাংস্টার’। প্রযোজনা করবেন আরাভ খান। এছাড়া হিরো আলমের ভিডিওতে রাখিকেও হিরো আলমের সঙ্গে অভিনয়ের বিষয়ে কথা বলতে দেখা যায়।
যেখানে রাখি চিৎকার করে বলেন, ‘দেখো সালমান ভাই, বলিউডে আমি নতুন নায়ক নিয়ে আসছি।’
আরেক ভিডিওতে রাখি হিরো আলমের উদ্দেশে বলেন, ‘হিরো আলম বলিউডের স্টার হবেন। ধানুশকেও পেছেনে ফেলবেন তিনি।’
ওই ভিডিওতে আরাভ খান বলেন, ‘আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাব। যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।’
হিরো আলম এখন আছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করতে গিয়েছেন। সেখানেই হিরো আলমকে দেখা গেল রাখি সাওয়ান্তের সঙ্গে।