পুলিশবন্ধু, শিক্ষাঙ্গন-শিক্ষার্থী ও আলোকায়ন ডেক্স:
পবিত্র রমজান উপলক্ষে ক্লাশ ও অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সময়সূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর সোয়া ৩টা পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর সোয়া ৩টা পর্যন্ত চলবে। এছাড়াও দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে এই সময়সূচি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
উল্লেখ্য, আগামী ২৩ মার্চ (২২ রমজান) পর্যন্ত এ বিজ্ঞপ্তি বহাল থাকবে।