1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

যেকোনো মূল্যে আগুন সন্ত্রাস প্রতিহত করবে আ.লীগ: বাহাউদ্দীন নাছিম

  • প্রকাশকাল : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

পুলিশবন্ধু, আলোচিত সংবাদ ডেক্স:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, দেশে আবারো আগুন সন্ত্রাস শুরু হয়েছে। দেশের যেকোনো প্রান্তে বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস, নাশকতা করার চেষ্টা করলে আওয়ামী লীগ যেকোনো মূল্যে প্রতিহত করবে। যারা দেশের উন্নয়ন সমৃদ্ধির পথকে বাধাগ্রস্ত করবে তাদের দেশে রাজনীতি করার সুযোগ দেবে না আওয়ামী লীগ। এ সময় তিনি নেতাকর্মীদের মহল্লায় মহল্লায় নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন।

মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব মন্তব্য করেন। বিএনপির আগুন সন্ত্রাস, পুলিশ হত্যা এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যশোর জেলা আওয়ামী লীগ।

বাহাউদ্দীন নাছিম বলেন, নির্বাচন চলে এসেছে। জামায়াত বিএনপি স্বাধীনতারবিরোধী শক্তিরা জাগ্রত হয়েছে। তারা দেশের উন্নয়ন থামাতে চায়। তাই তারা আগুন সন্ত্রাসে নেমে পড়েছে।

তিনি বলেন, আর ঘরে বসে থাকার সময় নেই। আমরাও ঘর থেকে নেমে পড়েছি। আমরা ঘরে থাকব না। সুষ্ঠু নির্বাচন শেষ করেই আমরা ঘরে ফিরব।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, জামায়াত-বিএনপি যে হাত দিয়ে গাড়ি পোড়াবে, তাদের সেই হাতটা পুড়িয়ে দিতে হবে। পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, গত ২৮ অক্টোবর ফখরুল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল। তার স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিয়েছে।

নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে যশোর আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, বিএনপি যদি গাড়ি পুড়িয়ে দেয়; আপনারা বিএনপি মালিকের গাড়ি খুঁজে সেগুলো ধরিয়ে দেবেন। আপনাদের ওপর যদি কেউ হামলা করে তাহলে আপনারা ১০টা বিএনপির লোককে হামলা করবেন। তাদের হাত ভেঙে দিবেন। মাথা ফাটিয়ে দিবেন। যাতে তারা আওয়ামী লীগের বিপক্ষে কোনো কথা বলতে না পারে।

যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপুর সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সদস্য নির্মল কুমার চ্যাটার্জী।

বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, যশোর পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com