1. policebondhu@gmail.com : Jasemuddin Ruman : Jasemuddin Ruman
  2. jasemruman@gmail.com : policebondhu :
  3. propertypokkho@gmail.com : Jasem Ruman : Jasem Ruman
সতর্কীকরণ বিজ্ঞপ্তি :
'পুলিশবন্ধু ডট কম' সংশ্লিষ্ট সকলের সতর্কতার জন্য জানানো যাচ্ছে যে, 'পুলিশবন্ধু ডট কম' এর 'সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা' জনাব মোঃ জসীমউদদীন (রুমান) এর ব্যক্তিগত ব্যাংক একাউন্ট এবং বিকাশ/নগদ/রকেট/উপায় এর '০১৭১২ ৩৯২৫৭০(পার্সোনাল)' একাউন্ট ছাড়া অন্য কোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' এর পক্ষে কোন ধরণের আর্থিক লেনদেন পরিচালিত হয়না। অতএব, অন্যকোন মাধ্যমে 'পুলিশবন্ধু ডট কম' বিষয়ক আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে। সতর্কতায়:- 'পুলিশবন্ধু ডট কম' কর্তৃপক্ষ।

যাতায়াতের সুবিধার্থে শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য চালু হচ্ছে বিশেষ মেট্রোরেল

  • প্রকাশকাল : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

পুলিশবন্ধু, সুশাসন নেটওয়ার্ক ডেক্স:
শিক্ষার্থী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচলে নতুন সময় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামীকাল বুধবার সকাল ৭টা ১০ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল যাবে মেট্রোরেল। ১০ মিনিট পর আরেকটি করে ট্রেন ছেড়ে যাবে।

যারা এমআরটি ও র‌্যাপিড পাস ব্যবহার করেন তারা সকালের প্রথম দুই মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন। আজ মঙ্গলবার এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-৬ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেট্রো ট্রেন দুটি বর্তমানে চালু সব মেট্রোরেল স্টেশনে থামবে।

এর আগে ৪ নভেম্বর উত্তরা-মতিঝিল রুটে মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রবিবার থেকে যাত্রী চলাচল শুরু হয় এ রুটে। শুরুতে মতিঝিল-উত্তরা রুটে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংশোধনী এনে মেট্রো কর্তৃপক্ষ জানায়, সোমবার থেকে সকাল সাড়ে ১১টার পর থেকে শুধু মতিঝিল থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের দিকে যেতে ফিরতি ট্রেনগুলোয় যাওয়া যাবে। মতিঝিল থেকে এমআরটি ও র‌্যাপিড পাস যাত্রীরা সর্বশেষ ১২ টায় মেট্রোরেলে যেতে পারবে। তবে কেবল যেতে পারবে তারাই যাদের এমআরটি পাস, র‌্যাপিড পাস এবং বেলা সাড়ে ১১টার আগে সিঙ্গেল জার্নি টিকিট কেনা আছে। এর বাইরে নতুন করে টিকিট কিনে কেউ সচিবালয় বা মতিঝিল স্টেশন থেকে উত্তরা-মিরপুর অভিমুখে মেট্রোয় যেতে পারবে না।

অনুগ্রহ করে এই সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ জাতীয় আরও খবর

© একটি 'নাগরিক সিন্ডিকেট' প্রচেষ্টা এবং মোঃ জসীমউদদীন (রুমান) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
Site Customized By NewsTech.Com