পুলিশবন্ধু, ক্রীড়াঙ্গন-বিনোদন ও বিশেষ প্রতিবেদন ডেক্স:
শ্রোতাপ্রিয় জুটি বালাম-কোনাল। ‘প্রিয়তমা’ গান দিয়েই তাদের বাজিমাত। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রতিক্ষায় থাকা শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ ছবির টাইটেল গানও এ জুটির গাওয়া। এ ছাড়াও ‘হান্নান’ সিনেমায়ও থাকছে এই জুটির গান। এবার সিনেমার গান নয়। ‘এইদিন সেই দিন ঈদ আনন্দ ’ ঈদ ম্যাগাজিনের সূচনা সংগীত গেয়েছেন তারা।
অনুষ্ঠানটির নির্দেশনায় রয়েছেন ফরহাদুর রেজা প্রবাল। প্রজন্ম থেকে প্রজন্ম চাঁদের হাসি ছড়ানো/ হই হুল্লোড় আর আড্ডা গানে সময়টাকে রাঙানো– গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীত করেছেন বালাম।
গত শুক্রবার রাতে শিশু একাডেমিতে অনুষ্ঠানটির দৃশ্যধারণ হয়েছে। এটি চ্যানেলটির ঈদ আয়োজনে প্রচার হবে বলে জানা গেছে।
কোনাল বলেন, ‘সূচনা সংগীতের কথা অসাধারণ। সুরেও নতুনত্বের ছোঁয়া আছে। শুধু গান নয়. অনুষ্ঠানে আমি আর বালাম ভাই ‘প্রিয়তমা’ গানটিও গেয়েছি। আশা করছি, আমাদের পরিবেশনা ও পুরো অনুষ্ঠানটি শ্রোতা-দর্শকদের মন ভরাবে’।