পুলিশবন্ধু, অনুসন্ধান ও কেস স্ট্যাডি ডেক্স:
মানিকগঞ্জের দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৭ জুলাই) রাতে উপজেলার কলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ ওরফে ঝন্টু (২৫) উপজেলার উয়াইল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, মাস খানেক আগে ঝন্টুর বাড়ির সামনে দিয়ে মাটিবাহী ট্রলি চালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আহাদ ওরফে জাহিদ নারীদের প্রতি আপত্তিকর মন্তব্য করেন। এসময় ঝন্টু এর প্রতিবাদ করে জাহিদকে চড়-থাপ্পড় মারেন।
এ ঘটনার জেরে রোববার রাতে জাহিদের নেতৃত্বে ৮-১০ জন যুবক ঝন্টুকে একা পেয়ে বেধড়ক মারপিট ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।